নিজস্ব প্রতিবেদক ►
ভাষা বীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল গাইবান্ধার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এসকেএস স্কুল এ্যান্ড কলেজ।
মঙ্গলবার সকালে প্রভাতফেরি, গাইবান্ধার কেন্দ্রীয় শহিদ মিনার এবং প্রতিষ্ঠানের নিজস্ব শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানে শিক্ষক/শিক্ষার্থীরা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ কালজয়ী গানে প্রাণের সুর ছড়িয়ে চলা প্রভাতফেরিটি প্রধান সড়ক প্রদিক্ষণ করে উত্তর হরিণ সিংহায় কলেজের স্থায়ী ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অধক্ষ্য মো: আব্দুস সাত্তার, উপাধাক্ষ্য ড. অনামিকা সাহাসহ শিক্ষক/শিক্ষিকা, ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিনের অন্যান্য বিশেষ আয়োজনের মধ্যে ছিল আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান।